মদ খেতে চাই, তাই মদ খাই,
বলতো ভালোবাসা কোথায় পাই.
পাখাটা হয়ে গেছে হাত, কেয়া বাত কেয়া বাত,
বল করিত এবার করি কি?
কবিতা লিখতে চাই বদলে পাই ছাই,পায়ে হাই,
কিছুতেই মেলেনা ছন্দ কখনো.
আরব দেশে এসে, গেছি বড় ফেসে,
চা খাই দু'বেলা ঘনঘন.
লোকজন ভালো, শিশুর চোখে আলো,
বাঙালি পাখি দেখেনি তো.
তাই চেয়ে থাকে সব, করে কলরব,
সুধায় এল কোথা থেকে এই পাখি গো?
আকাশে দেখি ভাই, তারায় চলো তাই যাই,
শান্তি পাবো আলোকবর্ষ দূরে.
খেপে খেপে, মদ চুক চুক,
ঘোলা চোখের পাখি অচিনপুরে.