বাঙালি সবই তুমি হারাতে বসেছ চালাকি করতে গিয়ে
সুবুদ্ধির বুদবুদ ছাড়ো কিন্তু কাজ করো শুধুই কুবুদ্ধি দিয়ে
মনটা এতই ছোট তোমার খালি স্ট্রোক হয়ে যায়
ছবি থেকে মহাপুরুষ শুধু হায় হায় কপচায়
কোন জন্তুর বাচ্চা বললে সেই জন্তুকে হেয় করা হয়
দুর্নীতিগ্রস্ত বাঙালি এদিকে নির্লজ্জ ও নির্ভয়
সাংবাদিকরা সব টাকার পকেটএ গুন্ডারা খায় বিরিয়ানি
লম্বা লাইনে দাঁড়িয়ে বিভ্রান্ত বোকা গুলো পায়না হালে পানি
অন্য সব দেশ যাচ্ছে মঙ্গল গ্রহে ভারতবর্ষে যাচ্ছে গোল্লায়
বাঙালিরা নিজেদের পায়খানা মেখে আয়না দেখে ভয় পায়
তোমার পোঁদের গন্ধে ম ম করছে ভারত ও বিশ্ব
গরীব তো আগেও ছিলে এখন অন্তর থেকেও নিঃস্ব
মন্দ কথা বলিনা আমি তাই ধূপকাঠি জালি
স্নো পাউডার ভেবে তুমি মাখো বেশ্যালয়ের কালি
মাড়োয়ারি এসে গুজরাটি এসে করেছে বাংলায় ব্যবসা
কেরানি থেকে ক্যালানে হয়ে বাঙালির চশমা আরো ঝাপসা
লোক ঠকানো বড়ই মজা ভগবানের দান
মূর্খ নেতার মূত্র খেয়ে এবার সব হারাবে প্রাণ
বাবা মাকে তাড়িয়ে দিচ্ছ বউকে নিয়ে থাকবে
মনে রেখো পুত্র তোমার এই কথাই মনে রাখবে
ঘাড়ে-গর্দানে বাঙালি নিজের ভালো নিজেই বোঝে না
চৌর্যবৃত্তি করে মস্ত ভুঁড়ি, লম্বা জিভে লোভের লালা
কোনমতে টোকাটুকি করে সে করেছে সব পাস
এক ধাপ সিঁড়ি বেয়ে আপ্রাণ হাঁসফাঁস
এককালে হাতে হারিকেন ছিল এখন রাজনৈতিক ডিলডো
নিজেই নিজের পোঁদ ফাটিয়ে কানামাছি ভোঁ ভোঁ
ফুটানির কাপড় জামা, রংচঙে গয়নাগাটি
মনের মধ্যে লোডশেডিং সেই অন্ধকারে কান্নাকাটি
অযোগ্য লোকের ছয়লাপ যোগ্য মানুষ ফুটপাথেতে
সুস্থ ভবিষ্যতকে দুস্থ করে মন্ত্রী বলছে ফুচকা বেচতে
ঘুষের টাকা পকেটএ নেইকো তাদের লজ্জা
ধরা পড়ে দলবদল তাহলেই তারা সাচ্চা
বাঙালি জেগে ওঠো তোমার পোঁদে বড় একটা ফোড়া
তোমার মুখে তোমার হাগা, তোমার বুকে বড় ছোরা
স্বার্থপরতা আর শয়তানিতে কিলবিল করছে মাথা
পেচ্ছাপ বরফ করে লম্বা মালা গাঁথা
না শুনলে মরবে তুমি তাই শুধরে যাও আজ
এই কবিতা মনে রেখো নইলে পড়বে মাথায় বাজ
পোঁদের পোকা মাথায় গিয়ে করবে কুটকুট
সবদিক দিয়ে বেটে হয়ে হাইট হবে দু ফুট