মনের কতগুলো গভীর ক্ষত
রক্ত অবিশ্রান্ত ঝরে
ভুলে থাকার অভিনয়ের শেষে
ঠিক মনে যে তোমাকেই পরে
চিনতেই পারিনা আমি আর নিজেকে
প্রায় ভুলতেই বসেছি আমি কে
নিশ্ছিদ্র শূন্যতায় হারিয়ে গেছি
ফিরে পাবোনা পুরনো নিজেকে
ভেতরে কত ঝড় কত পাগলামি
আহত পাহাড় মন খারাপের জন্য
আকাশ যেখানে চিরদিন কালো থাকে
তার সূর্যে আসেনা যে কোন আলো
বেঁচে বোধহয় আছি এখনো
কিন্তু মৃত ধরে নিতে পারো
চোরাবালিতে পুতে দিয়ে গেছে যারা
চাও তো তাদের চিনতে পারো
মন খারাপের নদীর রক্তস্রোত
কালো আকাশে নীল মেঘের দুঃস্বপ্ন
ভয়ঙ্কর কতগুলো মুখ চিনি না এদের
দেখিনি আগে কখনো