ভালবাসা কি আমি জানি,
জানি ঘৃণার ঠিক বিপরীত.
সংজ্ঞায় বিশেষ কিছুই নেই,
নেই যেমন গ্রীষ্মের কাছে শীত.
আমি হয়তো ভালবাসাকে ভুল বুঝি,
অথবা হয়তো আমাকে ভুল বোঝে ভালবাসা.
রাতে রংধনু খুব কমই স্পষ্ট দেখা যায়,
অন্ধকারের অমীমাংসিত সমস্যা.
বেশিরভাগই ছদ্মবেশী প্রয়োজন,
গভীর আবেগ নয়.
অথবা মুহূর্তের মোহ,
দ্রুত যার মৃত্যু হয়.
যদি মানুষের থেকে বিচ্ছিন্ন হয়,
তাহলেই ভালোবাসা অনুভব করা যায়.
মনের ভিতরেরতম মন অবশেষে,
কথা বলার শব্দ খুঁজে পায়.
ভালবাসা স্বপ্নের অবর্ণনীয় দৃশ্য,
অথবা সূর্যাস্তের লাল আভা.
যে বই আমি বারবার পড়ি,
শৈশবের লুকানো পুরানো আশা.