গুন্ডা আমি ভালো না,
খুন খারাপি করি.
মাইরি বলছি হাসবেন না,
ফাঁসিয়ে দেবো ভুড়ি.
পকেটএ যদি কিছু থাকে,
বের করে ফেলুন তাড়াতাড়ি.
নইলে খাবেন সিগারেটের ছ্যাকা,
ঘামও মাখিয়ে দিতে পারি.
দুর্গন্ধ ভর্তি মুখের চুমু যদি চাই,
পটলচেরা চোখের দিকে তাকান.
নকল মদ খেয়ে এসেছি,
আমার চিত্তে শুধুই গান.
ভালো গান নয় অবশ্য,
সব গালাগালিতে ভরা.
কুকুর বিড়াল গরু,
নিরীহদের পোঁদ মারা.
যা করি আমি নেতাদের জন্য,
খুনের হারিয়ে ফেলেছি খেই.
ভূত ও ভগবান দুটোই নেতার হাতে,
ক্ষমতার সঙ্গে তর্ক নেই.
অন্ধকারই বন্ধু আমার,
আলোতে হয় চর্মরোগ.
স্যান্ডো গেঞ্জি খুললে দেখবেন,
দগদগে ঘা ছোপ ছোপ.
ছুরি মারা নিয়ে করেছি পিএইচডি,
তাই করবেন না সময় নষ্ট.
মানিব্যাগ পেলে হামি দিয়ে ছেড়ে দেবো,
নইলে বেজায় কিন্তু কষ্ট.