ঘুড়ি ওড়াতে পারলে কিছু আর চাই না,
কিন্তু সত্যিই কি শান্তি আছে ভাই?
পোঁদে ফুটবে কাটা বা ছোবল মারবে সাপ,
বা না হয় যদি ছাদ থেকেই পড়ে যাই.
কিন্তু কিবা তাতে হবে করি প্রশ্ন,
বড়জোর মরে যাব.
এমনিতেই কিবা উদ্ধার করছি,
খালি ভাবি কি খাব কি খাব.
সাপটা কামড়ালে ওর বরাত মন্দ,
আমার চর্বিতে ভেঙে যাবে দাঁত.
ডেন্টিস্টের জন্য ছটফট,
শাপ শাপান্ত করবে দিনরাত.
ক্যাকটাসের হবে ভারী লোকসান,
ওর কাটা ফুটোতে হারিয়ে যাবে.
পাছাড় ফাঁকে টর্চ নিয়ে খুঁজতে,
পুলিশের অনেক ধৈর্য্য লাগবে.
আর পড়ে গেলে তো ভূমিকম্প,
ভারী শরীরের তলায় বিস্তর লাশ.
বালি আর জালি দিয়ে বানানো বেআইনি বাড়ি,
ভেঙ্গে হবে সহজেই ধপাস.