কবি হয়েছি আমি
কবিতা নয় যেন রক্তবমি
রক্ত ফেনার মধ্যে ওষ্ঠ খুঁজে
খেয়ে যাও তুমি হামি
কত কি বলার ছিল
হঠাৎই মরে গেলাম সখা
ফাস্টফুড বেশি হয়েছিল তাই
পেয়ো নাকো মনে ব্যথা
আমার হাগা খুঁজলেই পাবে
দুঃখ কত পেটে ছিল
শেষ মুহূর্তে লিভার বার্স্ট করে
জীবন কাতুকুতু দিয়ে দিল
আমার পিছনের ঘোলা জল
তোমার চোখের নোনা জল
যদি মিশে হয়ে যায় একাকার
তবে আমি ভূত হয়ে
আসবো না ঘাড় ভাঙতে
একটি দাঁত কেলানো ছবি
ফ্রেমে পুরে টুনি বাল্বের মালা পরিয়ে
রেখো প্রেয়সি উত্তরের দেয়ালে
স্বপ্নে আসবো আমি বেখেয়ালে
ভয় দেখাতে রাতে