আমি রিটায়ার্ড মা কালী
কোন কাজ নেই পুরো খালি
শিবটা বহুদিন আগে তুলেছে পটল
জিভ দিয়ে পড়ছে নাকের ঝোল
নরবলি চাইনা বাপু
মানুষের মধ্যে ভেজালই বেশি
পাঠাও হজম করতে পারিনা
শুকিয়ে গেছি আমি এলোকেশী
আর বলিস না বাছা
প্রায় অন্ধ রুদ্র চক্ষু
মাঝখানেরটায় প্লাস পাওয়ার
ফোকলা দাঁতে আটকায় ইক্ষু
জয় মা কালী পার্লারে প্লাক করেছি ভুরু
খরগটাতে জং ধরেছে টিটেনাস শুরু
ধর্মভীরু গুন্ডা বাবা হাত নয় তার বাঘের থাবা
ভক্তিভরে পচা কলা দিয়ে যায় ভোজ
তাই খেয়ে আমাশয় ভুগছি আমি রোজ
চুলটা বয়েজ কাট করে ভালই করেছি
উকুনের জ্বালায় নাভিশ্বাস
খুলি গুলোও খুলে রেখেছি
ধেড়ে ইঁদুরের বাস
গন্ডা গন্ডা ভন্ড লোক বড় বড় ঢোল
কোটি লোকের পিছন মেরে কে করবে গোল
মন্ত্রীমশাই ডাকাত সন্ত্রী মশাই চোর
সত্যি কথা বললে বলে করবেন না বোর
রামকৃষ্ণটা বেঁচে থাকলে মেলা দুঃখ পেত
চামচ চামচ মিল্ক পাউডার চেটে চেটে খেত
বিবেকানন্দ নিরানন্দ পারত না সইতে
জিলেটের ব্লেড দিয়ে কেটে দিত পৈতে
ত্রিশূলটা কে ঝেঁপে দিয়েছে
করছি ওটার খোঁজ
সকালবেলা নর্দমার ধারে
খুঁজতে যাই রোজ
খেতে পাই না আজকাল
শাপ শাপান্তর কলিযুগে নাকি "বাল"
এই যুগে ভগবানদের বড্ড ভয়
বুকে ধুঁকু পুকু কখন যে কি হয়